তাসকিনের পর ডাচ শিবিরে তানজিম সাকিবের আঘাত 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৪, ২৩:১০| আপডেট : ১৩ জুন ২০২৪, ২৩:২৭
অ- অ+

চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ রানেই ২ উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। তাসকিনের পর ডাচ শিবিরে আঘাত হানলেন তানজিম হাসান সাকিব।

ডাচদের হযে আজ ওপেনিংয়ে নামেন মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। চার ওভারে তুলে নেন ২২ রান। তবে পরের ওভারেই এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে তাওহীদ হৃদদের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মাইকেল লেভিট। তার বিদায়ে ২২ রানে প্রথম উইকেট হারায় ডাচরা।

তাসকিনের পর ডাচ শিবিরে আঘাত হানেন তানজিম হাসান তামিম। তানজিম হাসান তামিমের শিকার হয়ে সাজঘরে ফিরে যান ম্যাক্স ও’ডাউড। আউট হওয়ার আগে করেন ১৬ বলে ১২ রান। তার বিদায়ে ৩২ রানে ২ উইকেট হারায় ডাচরা।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) টস জিতে শুরুতে ফিল্ডিং নেন নেদারল্যান্ডস দলের অধিনায়ক। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৩ রানেই ২ উইকেট হারায় টাইগাররা। এরপরেই জুটি গড়েন সাকিব আল হাসান ও তানজিদ তামিম। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান। তানজিদ ফিরে গেলেও অর্ধশতক তুলে নেন সাকিব। তানজিদের পরে মাহমুদউল্লাহর সঙ্গে তিনি ৪১ রান ও জাকের আলী অনিকের সঙ্গে গড়েন ২৯ রানের জুটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে বাংলাদেশ।দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেছেন সাকিব। তাছাড়া ৩৫ রান এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে।

(ঢাকাটাইমস/১৩ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোগ নিরাময়ের দাওয়াই রসালো ফল লিচু, লিভার-কিডনি সুস্থ রাখে
বাকৃবিতে আবার গেস্টরুম সংস্কৃতি!
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা