রাজধানীতে প্রাইভেটকার দুর্ঘটনায় ঘুরতে বের হওয়া ৫ বন্ধুর দুজনের মৃত্যু

রাজধানী শেরেবাংলা নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই একে অপরের বন্ধু বলে জানা গেছে।
ঈদুল আজহার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সায়েম রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)।
নিহত রাব্বির বাসা মিরপুর মাজার রোড এলাকায়। তার বাবার নাম মো. সেলিম রেজা। রাসেলের বাসা মিরপুরের ব্লক-ই, ফাস্ট কলোনীতে। তার বাবার নাম জাকির হোসেন।
দুর্ঘটনায় আহতরা হলেন— রাতুল, সাগর, বিপ্লব। তাদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেলে এবং অন্য একজনকে আরেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বরাতে জানা গেছে, ঈদের রাতে পাঁচ বন্ধু প্রাইভেটকারে ঘুরতে বের হন। শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকারের পাঁচজন গুরুতর আহত হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। আরও একজনকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া দুই বন্ধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮জুন/ইএস)

মন্তব্য করুন