গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা, ঠেকালো ফায়ারের কর্মীরা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি সুউচ্চ ভবনের কার্নিশ থেকে এক গৃহকর্মীকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আত্মহত্যার উদ্দেশ্য ১৪ বছর বয়সী ওই গৃহকর্মী সাততলার কার্নিশে যান।
বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আত্মহত্যার জন্য ওই গৃহকর্মী আটতলা ভবনের সপ্তম তলায় একটি আবাসিক ফ্ল্যাটের কার্নিশে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান গিয়ে কৌশলে ওই গৃহকর্মীকে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, “সকালে খবর পেয়ে বসুন্ধরার বি ব্লকে সাততলার কার্নিশ থেকে একজনকে উদ্ধার করা হয়। ওই গৃহকর্মী আত্মহত্যা করতে সেখানে অবস্থান নেয়। আধা ঘণ্টার মধ্যে ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে গৃহকর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার শেষে ভাটারা থানার পুলিশের কাছে ওই গৃহকর্মীকে হস্তান্তর করা হয়।”
সফিকুল আরও জানান, মেয়েটির বয়স আনুমানিক ১৪ বছর হবে। তার গ্রামের বাড়ি নেত্রকোনা। ওই ভবনের পঞ্চম তলার জনৈক পারভীন আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মাকারিয়াস দাস ঢাকা টাইমসকে বলে, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মেয়েটিকে থানায় এনেছে। আমরা তার সঙ্গে কথা বলছি। তার পরিবার ও গৃহকর্তাকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।”
(ঢাকাটাইমস/১৯জুন/এসএস/এফএ)

মন্তব্য করুন