এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরেছেন রুমানা-জাহানারা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৪, ২৩:৪৪
অ- অ+

নারী ক্রিকেটে সময়টা তেমন ভালো যাচ্ছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ফরম্যাটে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের বিপক্ষেও তেমন পাত্তাই পায়নি টাইগ্রেসরা। এবার তাদের সামনে এশিয়া কাপের মিশন। আগামী মাসের মাঝা-মাঝিতে শুরু হবে এবারের নারী এশিয়া কাপ। শ্রীলঙ্কার মাটিতে বসতে যাওয়া এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (২৩ জুন) ১৫ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে দলে ফিরেছেন অভিজ্ঞ রুমানা আহমেদ এবং জাহানারা আলম।

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর আর জাতীয় দলে জায়গা হয়নি জাহানারা আলমের। রুমানাও দলের বাইরে প্রায় এক বছর ধরে। দুজনেই ফিরেছেন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে।

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়। আর বিশ্বকাপ বসবে বাংলাদেশে।

নেপাল-পাকিস্তান ম্যাচ দিয়ে নারী এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠবে আগামী ১৯ জুলাই। নারী ক্রিকেটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই শেষ হবে ২৮ জুলাই। টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৮টি দল অংশ নেবে। বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন। (ঢাকাটাইমস/২৩ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ
আজও ঢাকা বোর্ডের সামনে এসএসসিতে ফেল করাদের বিক্ষোভ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা