নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

‘ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল সুস্থ দেহে সুন্দর মন’ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪। জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ১১টি দল।
সোমবার বিকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা বিনতে আমিন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করেছেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
প্রথম দিন দু’টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথমটিতে সোনাপুর ডিগ্রি কলেজ একাদশ ১-০ গোলে আবদুল ওহাব ডিগ্রি কলেজকে এবং দ্বিতীয় খেলায় নোয়াখালী সরকারি কলেজ ২-০ গোলে সৈকত ডিগ্রি কলেজকে পরাজিত করে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, জেলা ক্রীড়া অফিসার মো. আলা উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৪জুন/পিএস)

মন্তব্য করুন