নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৪, ২০:৪৯
অ- অ+

‘ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল সুস্থ দেহে সুন্দর মন’ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪। জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ১১টি দল।

সোমবার বিকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা বিনতে আমিন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করেছেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

প্রথম দিন দু’টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথমটিতে সোনাপুর ডিগ্রি কলেজ একাদশ ১-০ গোলে আবদুল ওহাব ডিগ্রি কলেজকে এবং দ্বিতীয় খেলায় নোয়াখালী সরকারি কলেজ ২-০ গোলে সৈকত ডিগ্রি কলেজকে পরাজিত করে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, জেলা ক্রীড়া অফিসার মো. আলা উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা