কতদিন পর মুষলধারায় বৃষ্টি! ভিজল গোটা রাজধানী জুটল প্রশান্তি

ঋতুপঞ্জিতে বর্ষার প্রথম মাস আষাঢ়। তবে এ মাসের গেল ১১ দিন রাজধানীর মানুষ তেমন বৃষ্টির দেখা পায়নি। ব্যতিক্রম হলো বুধবার। এদিন সকাল থেকেই মুষলধারায় ভিজল গোটা রাজধানী। কোথাও কোথাও ডুবল পথঘাট। ঈদের ছুটির পর স্কুল-কলেজ খোলার প্রথম দিন ভোগান্তিতে পড়ল শিক্ষার্থীরা। কর্মস্থলগামীরাও বৃষ্টি মাথায় ছুটেছেন। তবে বৃষ্টি কমিয়ে দিয়েছে গত কদিনের গরম। জুটেছে নগরবাসীর প্রশান্তি।
সকাল ৯টার দিকে শুরু হওয়া বৃষ্টি ঝরেছে দুপুর পৌনে ১২টা পর্যন্ত। তবে কী পরিমাণ বৃষ্টি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আবহাওয়া অফিস। শুক্রবার বা এরপর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে বলেই আভাস দিচ্ছেন আবহাওয়াবিদেরা। ভারি বর্ষণ হতে পারে কমবেশি সারাদেশেই।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কিশোরগঞ্জের নিকলিতে ৩৫ মিলিমিটার এবং নোয়াখালীতে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় বৃষ্টিপাতের তথ্য দুপুরের পর নিশ্চিত হওয়া যাবে।
গত কদিন ধরেই বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তার মধ্যে দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছিল, শুক্রবার থেকে ৩১ জেলায় ভারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবারও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
শুক্রবার অর্থাৎ ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। বলেন, ‘বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হবে না, তখন চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবার বৃষ্টি হলে কমে আসবে।’
(ঢাকাটাইমস/২৬জুন/ডিএম)

মন্তব্য করুন