পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৬ জুন ২০২৪, ২৩:৫২| আপডেট : ২৭ জুন ২০২৪, ০০:০২
অ- অ+

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

বুধবার সন্ধ্যায় সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মাইজগাঁও ও মোগলা বাজার রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে এই বগি দুটি লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলওয়ে স্টেশনে এবং একই রুটের আপ কালনী এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে।

এছাড়া রাত ১০টায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনও ছেড়ে আসেনি। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এসব ট্রেনের হাজার হাজার যাত্রী। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

সিলেটের স্টেশন মাস্টার আবু নাসের মোহাম্মদ রাসেল রাত ১০টার দিকে ঢাকা টাইমসকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৭১৭ আপ পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মাইজগাঁও-মোগলাবাজার স্টেশনের মধ্যবর্তী ৩৬০ নম্বর মাইলেজ খুঁটির কাছে লাইনচ্যুত হয়। এই ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। সিলেট থেকে যেমন কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না, ঠিক তেমনি কোনো ট্রেন আসতেও পারছে না।

স্টেশন মাস্টার জানান, কুলাউড়া এবং আখাউড়া রেলওয়ে জাংশন স্টেশন থেকে উদ্ধারকারী দুটি ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করছে। উদ্ধার শেষ হলে ট্রেন যোগাযোগ চালু হবে।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ ঢাকা টাইমসকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা আপ ট্রেন এবং একই দিক তবে আসা কালনী এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে।

(ঢাকাটাইমস/২৬জুন/পিএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা