সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএনসিসি

সরকারি খাল ও সড়কের জায়গা দখল করে খামার স্থাপনের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় অবস্থিত সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ডিএনসিসির সম্পত্তি বিভাগের মোতাকাব্বীর আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
সাদিক অ্যাগ্রোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে শুরু হওয়া অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে এই খামারে থাকা গরু ও ছাগলগুলো সরিয়ে ফেলে সাদিক অ্যাগ্রোর কর্মচারীরা। এদিন সকাল থেকে অ্যাগ্রোর আশপাশে প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেনকে দেখা যায়নি।
সম্প্রতি ১৫ লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে খামারটি।
(ঢাকাটাইমস/২৭জুন/এলএম/এফএ)

মন্তব্য করুন