কেরাণীগঞ্জে দেড় কোটির ব্রাহমা গরুর সন্ধানে দুদকের অভিযান
কেরাণীগঞ্জে নিষিদ্ধ ব্রাহমা গরুর সন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সন্ধ্যারাতে দুদকের এনফোর্সমেন্ট টিম কেরাণীগঞ্জ থানার জয়নগর এলাকায় এস.এ.সি এগ্রো এন্ড ফ্রুডস নামের একটি খামারে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসান।
দুদক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস এ সি এগ্রোতে দুদকের এনফোর্সমেন্ট টিম এসে ব্রাহমা গরুর সন্ধান পান। সেখানে একটি দেড় কোটি টাকা মূল্যের ব্রাহমা গরু এবং দুইটি ব্রাহমা প্রজাতির বাছুর পাওয়া যায়। তবে সেখানে এগ্রোর মালিক বা ম্যানেজার কাউকেই পাওয়া যায়নি।
দুদকের সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসান ঢাকা টাইমসকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা এস.এ.সি এগ্রোতে অভিযান চালাই। এখানে ব্রাহমা প্রজাতির গরুর সন্ধান পাওয়া গেছে। এখানে প্রাপ্ত তথ্য দুদক কমিশনে দেওয়া হবে। পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নেবেন।’
নিষিদ্ধ ব্রাহমা গরুগুলো কী করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘গরুগুলো শনাক্ত করে এগ্রোতেই রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে সন্ধায় ‘কেরাণীগঞ্জে দেড় কোটি টাকার নিষিদ্ধ ব্রাহমা গরুর সন্ধান’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে ঢাকা টাইমস। ঢাকা টাইমসের অনুসন্ধানে জানা গেছে, গরুটির মালিক ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর ইমরান।
সরেজমিনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এগ্রো ফার্মটিতে গিয়ে দেখা যায়, একটি রুমের মধ্যে চারপাশে মশারি টানিয়ে লুকিয়ে রাখা হয়েছে দৈত্যাকার কোটি টাকার ব্রাহমা গরুটি।
দুদক এদিন দুপুরে সাভারে প্রাণিসম্পদের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদক। সেখানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে সাভারের বিরুলিয়ায় থাকা সাদিক এগ্রোর খামারে অভিযান চালানো হয়। সেখানে নিষিদ্ধ ব্রাহমা প্রজাতির সাতটি গরুর সন্ধান পায় দুদক।
‘সাদিক এগ্রোতে নিষিদ্ধ ব্রাহমা গরু সরবরাহ,’কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে দুদকের অভিযান
সাদিক এগ্রোর সাভারের খামারে নিষিদ্ধ ৭টি ব্রাহমা বাছুর, দুদকের অভিযানে ধরা
ঢাকা টাইমস অনুসন্ধান: কেরাণীগঞ্জে দেড় কোটি টাকার নিষিদ্ধ ব্রাহমা গরুর সন্ধান
(ঢাকাটাইমস/১জুন/এইচএম/এসআইএস)