বাংলাদেশকেও নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুবিধা দিতে হবে ভারতকে: ববি হাজ্জাজ

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪, ১৯:৪৯| আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৯:৫০
অ- অ+

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ভারত যেভাবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নিচ্ছে, একইভাবে বাংলাদেশকেও ‘ভারতের ভূখণ্ড‘ ব্যবহার করে নেপাল এবং ভূটানের সঙ্গে বাণিজ্য করার সুবিধা দিতে হবে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মালিবাগে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভারতের সঙ্গে হওয়া চুক্তির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় রেল চলাচল বিষয়ক সমঝোতা স্মারক নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্ন রেখে ববি হাজ্জাজ বলেন, ‘আওয়ামী লীগ কি আমাদের এই ভূ-খন্ড ব্যবহার করার অধিকার দেবার প্রতিশ্রুতি দিয়েছিলো বলেই আপনারা ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন?’

ববি হাজ্জাজ বলেন, ভারতকে করিডোর দেবার যে চুক্তি প্রধানমন্ত্রী স্বাক্ষরিত করে এসেছেন সে বিষয়ে আমাদের স্পষ্ট দাবি হলো, বাংলাদেশকেও ‘ভারতের ভূখন্ড’ ব্যবহার করে নেপাল এবং ভূটানের সঙ্গে বাণিজ্য করার সুবিধা প্রদান করতে হবে এবং সেইসঙ্গে তিস্তা প্রকল্পে ভারতকে ঋণের পরিবর্তে ‘অনুদান’ হিসেবে অর্থায়ন করতে হবে। ’ এছাড়াও ভারতীয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সঙ্গে হওয়া বাংলাদেশ টেলিভিশনের চুক্তির বিষয়ে প্রশ্ন তুলে ববি বলেন, ‘তারা কি এখন নরেন্দ্র মোদির গুনগান প্রচার করবে?’

বাংলাদেশের অর্থবছর পরিবর্তন করার দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘ব্রিটিশ আমলের আদলে অনুসৃত জুলাই-জুন অর্থবছর কিন্তু এখন ব্রিটেনেও পরিবর্তিত হয়ে এপ্রিল মাসে শুরু হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আমাদের অর্থবছর যদি এপ্রিল-মার্চ (বৈশাখ-চৈত্র) মাসে হয় তাহলে বৃষ্টি শুরু হবার আগেই চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ করা সম্ভব হবে যা সরকারি ব্যয় সাশ্রয় করবে এবং জনগণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করবে।’

ভারতের মাটিতে খুন হওয়া এমপি আনারকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাদম্বিনী’ চরিত্রের সঙ্গে তুলনা করে ববি হাজ্জাজ বলেন, ‘আওয়ামী লীগের এমপি মরহুম আনার সাহেব মরে গিয়ে প্রমাণ করেছেন তিনি আসলে কী ছিলেন, যা তার রাজনৈতিক দলের চরিত্রেরই বহিঃপ্রকাশ।’

ববি হাজ্জাজ অভিযোগ করেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ভাইদের রক্তে রঞ্জিত করেই সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পদের পাহাড় গড়া শুরু করেছিলেন, যার চূড়ান্ত সফলতা এসেছিলো ২০১৮ সালে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত করতে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম প্রমুখ নেতারা।

(ঢাকাটাইমস/০৪জুলাই/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহীতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা