ইসরায়েলের কৌশলগত মেরন ঘাঁটিতে ৬০টি ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেরন সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র-রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
লেবাননের আল-আহেদ নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা।
রবিবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জাবাল আল-জারমাক এলাকায় অবস্থিত কৌশলগত মেরন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদরদপ্তর ও এয়ার অপারেশন্স ডিরেক্টরেটে সরাসরি আঘাত হানে কাতিউশা রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো।
এদিকে লেবানন থেকে মেরন ঘাঁটি লক্ষ্য করে ৬০টি ক্ষেপণাস্ত্র ও রকেট আঘাত হানার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো।
পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের ‘বারকাত রিশা’ সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনা জমায়েতকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলায় ঘাঁটিটিতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয় বলে দাবি করেছে গোষ্ঠীটি।
এছাড়া, লেবানন সীমান্তবর্তী ‘বায়াদ বিলডা’ সদরদপ্তরেও রকেট হামলা চালানোর হয়ে বলে জানানো হয় বিবৃতিতে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পরদিন থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় প্রতিদিন রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ)।
প্রায় নয় মাস ধরে ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ৫০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৯৪ জনই বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
হিজবুল্লাহর পাল্টা হামলায় অন্তত ১৫ ইসরায়েলি সেনা নিহত এবং ১১ জন বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন।
এছাড়া দুপক্ষের যুদ্ধের কারণে গত ৯ মাসে লেবানন-ইসরায়েল সীমান্তের দুই প্রান্ত থেকে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।ফলে সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা একটি বড় ধরনের সংঘাতে রুপ নিতে পারে বলে আশঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
(ঢাকাটাইমস/০৮জুলাই/এমআর)

মন্তব্য করুন