খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন এবি পার্টির নেতারা

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিতে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও এবি পার্টির উইমেন ইনচার্জ ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস তাদেরকে স্বাগত জানান।
এসময় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও উপদেষ্টা প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর আহমদ বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং পরিস্থিতি বর্ণনা করেন।
নেতারা কয়েক ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। তারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তার প্রতি সরকারের ‘অমানবিক’ আচরণের তীব্র নিন্দা জানান।
নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার প্রতিবন্ধকতা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানান। তারা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, রবিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সোমবার ভোরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
(ঢাকাটাইমস/১০জুলাই/এফএ)

মন্তব্য করুন