৯০ কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ: বেঙ্গল গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৪, ১৬:০৫| আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৬:৩৬
অ- অ+

দুর্নীতির মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দুদকের উপপরিচালক মো. কামরুজ্জামান এই অভিযোগপত্র দাখিল করেন। গত মঙ্গলবার (৯ জুলাই) আবুল খায়েরের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১১ লাখ ১২ হাজার ৫০২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ভোগ দখলে রেখে অপরাধ করেছেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের ওরফে লিটু।

দুদকের তদন্তকালে ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধ প্রমাণিত হয়েছে। এছাড়া মামলায় অভিযোগের চেয়ে বেশি অর্থাৎ ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ মিলেছে। তাই আবুল খায়ের লীটুর বিরুদ্ধে দুদক আইনে চার্জশিট দাখিলের সুপারিশ করে সাক্ষ্য-স্মারক দাখিল করা হয়। পরে কমিশন আবুল খায়েরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।

(ঢাকাটাইমস/১১জুলাই/এইচএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই আন্দোলনের মধ্যে সরকারের উপদেষ্টারা বিভাজনরেখা তৈরি করছে: রিজভী 
পর্তুগালে মোরারিয়া বিজনেস ফোরামের ইফতার মাহফিল 
পিএসএলে খেলা উচিত নাহিদ রানার: শান্ত
পুলিশ আশ্রয়দাতা হলে মানুষ অতীতের কর্মকাণ্ড ভুলে যাবে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা