বেআইনি সমাবেশ: যুবদলের ৬ নেতাকর্মীর ২৭ মাসের কারাদণ্ড

আইন বহির্ভূত সমাবেশ করে জনসধারণের ক্ষতিসাধনের অভিযোগ গুলশান পুলিশের করা মামলায় যুবদলের ৬ নেতাকর্মীকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ক্ষতিসাধনের দায়ে প্রত্যেককে দুই বছর এবং বেআইনি সমাবেশের দায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন— ওয়াসিম চৌধুরী, কামাল, খায়রুল ইসলাম, নবী, স্বাধীন, রুবেল।
বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন।
২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশানের ৮৬ নম্বর রোডে পুলিশের নিষেধ অমান্য করে যুবদলের নেতাকর্মীরা বেআইনি সমাবেশ করেন। এ সময় তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।
ওইদিন গুলশান থানার সাব-ইন্সপেক্টর নূর আলম মাসুম সিদ্দিকী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন একই থানার সাব-ইন্সপেক্টর খোরশেদ আলম।
(ঢাকাটাইমস/১১জুলাই/এসআইএস)

মন্তব্য করুন