চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে আদিবাসী নারীসহ তিন জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ১০:১৪
অ- অ+
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষক এবং সদর উপজেলায় বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সদর ও নাচোল উপজেলার কামারজগদইল ও ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার দুই কৃষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। আদিবাসী নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার রাফেজ আলী।

নিহতরা হলেন- গোমস্তাপুর বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর এলাকার মন্তাজ আলীর ছেলে উজ্জ্বল (৪৫), নাচোল সদর ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের আব্দুল আখেরের ছেলে উসমান গনি (৩০) এবং সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আমারক গ্রামের শ্রী পরশ ওরফে পটল রায়ের স্ত্রী শ্রী কমলা রানী (৫০)।

ওসি তারেকুর রহমান জানান, নেজামপুর ইউনিয়নের কামারজগদইল-দিঘিপাড়ার একটি মাঠে ধানের চারা রোপন করছিলেন উজ্জল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রায় একই সময়ে ঝলঝলিয়ার মাঠে কাজ করার সময় উসমান গনিও বজ্রপাতে মারা যান।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার রাফেজ আলী জানান, বিকালে বাড়ি পাশে দাড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে শ্রী কমলা রানী ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

(ঢাকাটাইমস/১২জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা