শেরপুরে তুচ্ছ ঘটনায় রিকশাচালককে ছুরিকাঘাত, যুবক আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ১৭:২১
অ- অ+

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলাল শেখ নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত করা হয়েছে। আদনান হাবিব অনিক (২৬) নামের এক যুবক ঘটনা ঘটিয়েছে।

শুক্রবার সকালে শেরপুর পৌর শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় ঘটনা ঘটে।

পরে বিক্ষুব্ধ জনতা হামলাকারী অনিককে আটক করে গণধোলাই দেয়। সময় এলাকা উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) সার্কেল মো. সজিব শাহরিন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আদনান হাবিব অনিককে আটক করে থানায় নিয়ে যান।

আটক অনিক শেরপুর পৌর শহরের শান্তিনগর এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে।

আহত রিকশাচালক আলাল শেখ পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার আফজাল শেখের ছেলে।

পুলিশ অনিককে নিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

জানা যায়, অনিক শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সড়কের উপর মোটরসাইকেল রেখে রেজিস্ট্রি অফিস বাজারে বাজার করছিল। সময় আলাল শেখ রিকশায় যাত্রী নিয়ে রেজিস্ট্রি অফিস বাজার থেকে বের হওয়ার সময় অনিকের মোটরসাইকেলটি সামনে পড়ে। ফলে সে বাজারের থেকে বের হতে পারছিল না। জন্য অনিককে মোটরসাইকেলটি সরানোর কথা বলায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অনিক তার কাছে থাকা চাকু দিয়ে আলাল শেখের পেটের বাম পাশে আঘাত করে। আলাল গুরুতর আহত হয়।

ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/১২জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা