শাশুড়িকে বাঁচাতে ঝাঁপ, হাওরে অন্তঃসত্ত্বা পুত্রবধূসহ সলিল সমাধি

বাড়ির পাশেই মুগরাইন হাওর। সেই হাওরে গোসল করতে যান রেজিয়া আক্তার ও তার পুত্রবধূ পিপাসা আক্তার(২১)। একপর্যায়ে শাশুড়ি পা পিছলে হাওরের পানির স্রোতে ভেসে যান। এসময় শাশুড়িকে বাঁচাতে পুত্রবধূও পানিতে ঝাঁপ দেন। কিন্তু শাশুড়িকে বাঁচাতে পারেননি। জীবন দিলেন নিজেও। খবর পেয়ে স্থানীয়রা এসে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করেছে।
শুক্রবার দুপুর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের রেজিয়া আক্তার ও তার পুত্রবধূ পিপাসা আক্তার (২১)। পিপাসা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকাটাইমস/১২জুলাই/পিএস

মন্তব্য করুন