বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির নির্বাচন ২৬ জুলাই

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪, ১৯:৪৪
অ- অ+

নির্বাচনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতি (সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েটস অব বাংলাদেশেরসিডাব)। আগামী ২৬ জুলাই এফডিসিতে সিডাবের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছেন। তারা হলেন কাজী মনির-মাজহার বাবু পরিষদ ও খায়রুল বাশার-আলমগীর রতন পরিষদ। দুই প্যানেলে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ১৮৬ জন।

নির্বাচনে মনির-মাজহার পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাজহার বাবু বলেন, ‘সবার ভালোবাসায় নির্বাচিত হলে আমাদের চেষ্টা থাকবে সহকারী পরিচালকদের স্বার্থ রক্ষা করা। সবার সঙ্গে মতবিনিময় করেই চলচ্চিত্রের কল্যাণের জন্য আমি নিবেদিত হয়ে কিছু করতে চাই। চলচ্চিত্র পরিবারে কোথাও যেন কোনোরকম বৈষম্য না থাকে, তা দূর করে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করতে চাই।’

মাজহার আরও বলেন, ‘আমার বিশ্বাস আমার সহকারী পরিচালক পরিবার আমাকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। সহকারী পরিচালক ছাড়া কোনো চলচ্চিত্র নির্মাণ করা যায় না। তাই এই নির্বাচনের দিকে সবারই খেয়াল রয়েছে। অনেক ক্ষেত্রে এই সমিতির নেতৃত্ব অনেকটাই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতি নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব রয়েছেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরন। তার সঙ্গে রয়েছেন বজলুর রাশেদ চৌধুরী ও মো. সালাউদ্দিন।

নির্বাচন কশিনার শাহ আলম কিরন বলেন, ‘আজকের সহকারী কালকের পরিচালক। আমরা অনেকেই সহকারী পরিচালক সমিতির সদস্য ছিলাম, সেখান থেকেই আজ পরিচালক হয়েছি। আমরা বিশ্বাস করি, আগামী দিনেও ভালো পরিচালক বেরিয়ে আসবে এই সমিতি থেকে। আমি চেষ্টা করব, সঠিকভাবে দায়িত্ব পালন করতে। আশা করি, বিগত দিনের মতোই আসন্ন নির্বাচনও সঠিকভাবে করতে পারব।’

১৯৮০ সালে সিডাব প্রতিষ্ঠিত হয়। সে সময় প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্রপরিচালক শওকত জামিল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবুল খায়ের বুলবুল।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা