জামালপুরে বন্যার পানিতে ডুবে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ২৩:৫৪
অ- অ+

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর দক্ষিণ বালুরচরে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে নেমে এক গৃহবধু ও তিনি কিশোরীর মৃত্যু হয়েছে। তবে বেঁচে গেছেন তাদের সঙ্গে থাকা রিমা (১২) নামে এক শিশু।

রবিবার (১৪ জুলাই) বিকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ বালুরচর এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২), গোলাপ আলীর মেয়ে খাদিজা আক্তার (১০) ও বাবুল হোসেনের স্ত্রী রোকসানা (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে দক্ষিণ বালুচর এলাকার পাশাপাশি বাড়ির তিন শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ ফসলি জমির বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে হঠাৎ করেই চারজন পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় দূরে থাকা এক কিশোরী তাদের তলিয়ে যাওয়া দেখে দৌড়ে বাড়িতে এসে ডাক-চিৎকার করে খবর দেন। খবর পেয়ে লোকজন গিয়ে দেখেন মরদেহ পানিতে ভেসে উঠেছে। এ সময় বেঁচে ফেরেন মারিয়া (১২) নামের এক শিশু।

স্থানীয়রা জানান, অল্প পানিতেই সবাই গোসল করতে গিয়েছিল। এই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা একেবারে আশ্চর্যজনক। এর মধ্যে আগামী শুক্রবার দিশার বিয়ে হওয়ার কথা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যার পানিতে গোসল করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্পদের হিসাব ফেসবুকে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা