হামলাকারীদের বয়কট করছেন জবি শিক্ষার্থীরা

​​​​​​​শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৫:৪৭
অ- অ+

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বয়কটের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ নিজ গ্রুপ ও অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তারা এই বয়কটের ডাক দিচ্ছেন।

মঙ্গলবার রিপোর্ট লেখা পর্যন্ত গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ, সমাজকর্ম বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, মনোবিজ্ঞান বিভাগ, হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণিবিজ্ঞান বিভাগ, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, রসায়ন বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, ইতিহাস বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, লোক প্রশাসন বিভাগ, আইন বিভাগ, বাংলা বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমাজমাধ্যমে পোস্ট দিয়ে বয়কটের ডাক দেন।

সমাজমাধ্যমে দেখা যায়, নিজ নিজ বিভাগ ব্যাচের নাম উল্লেখ করে শিক্ষার্থীরা ফেসবুকে শিক্ষার্থীরা লিখছেন, ‘কোনো ব্যাচমেট যদি আজকে বা ভবিষ্যতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই-বোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করব। আমাদের সঙ্গে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ব্যাচ থেকে সামগ্রিকভাবে বয়কট করা হবে।’

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ব্যাচের প্রায় সব সহপাঠীর ঐকমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সাথে সম্পৃক্ত থাকবে, তাদের আমরা ব্যাচ থেকে বর্জন করব। প্রত্যেকেই ফেসবুকে পোস্ট করে বিষয়টি স্পষ্ট করে জানিয়েও দিয়েছি।’ শুধু তাদের ব্যাচ নয় অন্যান্য বিভাগের প্রায় সব ব্যাচ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

ওই শিক্ষার্থী আরও বলেন, ‘যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করতে পারে, তারা আর যাই হোক আমাদের কেউ নয়। আমাদের ব্যাচের কোনো শিক্ষার্থী যদি এমন হীন কাজের সাথে যুক্ত থাকে, তাহলে সে আমাদের সাথে ক্লাস, পরীক্ষাসহ বিভাগের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না।‘

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা ও শিক্ষার্থীদের মার করে। এরপর সেখানে দুই পক্ষে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৫ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো
গরমে শরীর ঠান্ডা রাখতে কোন পাত্রে পানি পান করা সবচেয়ে স্বাস্থ্যকর
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল, স্থায়ী শান্তিতে উদ্যোগী ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা