ঢাকা সিটি কলেজের সামনে রক্তাক্ত দেহ, ঢামেকে মৃত্যু

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার ঘটনায় এবার ঢাকা সিটি কলেজের সামনে আরও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মৃত্যু হয়। এ নিয়ে সারাদেশে মোট ৬ জনের মৃত্যু হলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের সামনে একজনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কয়েকজন তাকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা সিটি কলেজের সামনে থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আনা হয়েছিল। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।’
এর আগে বিকেলে ঢাকা কলেজের সামনে থেকেও একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। দুপুর ১টা ৪৫ মিনিট থেকে সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে।
বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় টিচার্স ট্রেইনিং কলেজের ভেতরে ছাত্রলীগ অবস্থান নেয়। বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় এক পুলিশ সদস্য আহত হন। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দুপুরে সাতটি যানবাহন ভাঙচুর করা হয়।
ধানমন্ডির পপুলার হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হাসপাতালটিতে অন্তত ১০০ জন চিকিৎসা নিয়েছেন।
কোটা আন্দোলনে হামলা-সংঘর্ষ: ঢাকা চট্টগ্রাম ও রংপুরে নিহত ৬
(ঢাকাটাইমস/১৬জুলাই/এসআইএস)

মন্তব্য করুন