ওমানের উপকূলে তেলবাহী ট্যাঙ্কার জাহাজ ডুবি, ১৬ নাবিক নিখোঁজ

ওমানের উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ ডুবে গেছে। ওই জাহাজে ১৩ ভারতীয়সহ মোট ১৬ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর থেকে সকলেই নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি চলছে।
সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিটাইম সিকিউরিটি সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, প্রেস্টিজ ফ্যালকন নামে কমোরসের পতাকাবাহী একটি অয়েল ট্যাঙ্কার ওমানের দুকম বন্দরের কাছে রাস মাদ্রাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে ১৩ জন ভারতীয় ও ৩ জন শ্রীলঙ্কার ক্রু ছিলেন।
ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র মঙ্গলবার জানিয়েছে, জাহাজটি ইয়েমেনের এডেন বন্দরের দিকে যাচ্ছিল। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। জাহাজে যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।
ওমানের নিরাপত্তারক্ষীরা উদ্ধারকাজে নেমেছেন। তারা জানিয়েছেন, কাউকেই এখনো খুঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে কি না তাও এখনো স্পষ্ট নয়।
শিপিং ডেটা অনুসারে, জাহাজটি ২০০৭ সালে নির্মিত একটি ১১৭ মিটার দীর্ঘ তেল পণ্যের ট্যাঙ্কার।
সূত্র: এনডিটিভি
(ঢাকাটাইমস/১৭জুলাই/এমআর)

মন্তব্য করুন