ওমানের উপকূলে তেলবাহী ট্যাঙ্কার জাহাজ ডুবি, ১৬ নাবিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৩:০৪| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৩:৫৮
অ- অ+

ওমানের উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ ডুবে গেছে। ওই জাহাজে ১৩ ভারতীয়সহ মোট ১৬ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর থেকে সকলেই নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি চলছে।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিটাইম সিকিউরিটি সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, প্রেস্টিজ ফ্যালকন নামে কমোরসের পতাকাবাহী একটি অয়েল ট্যাঙ্কার ওমানের দুকম বন্দরের কাছে রাস মাদ্রাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে ১৩ জন ভারতীয় ও ৩ জন শ্রীলঙ্কার ক্রু ছিলেন।

ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র মঙ্গলবার জানিয়েছে, জাহাজটি ইয়েমেনের এডেন বন্দরের দিকে যাচ্ছিল। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। জাহাজে যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।

ওমানের নিরাপত্তারক্ষীরা উদ্ধারকাজে নেমেছেন। তারা জানিয়েছেন, কাউকেই এখনো খুঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে কি না তাও এখনো স্পষ্ট নয়।

শিপিং ডেটা অনুসারে, জাহাজটি ২০০৭ সালে নির্মিত একটি ১১৭ মিটার দীর্ঘ তেল পণ্যের ট্যাঙ্কার।

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/১৭জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা