ভারতে ‘কুলির’ পদের জন্য আবেদন ২৫ হাজার, কেউ এমএ পাস, কেউ পিএইচডি ডিগ্রিধারী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৬:৩৫| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৭:১৬
অ- অ+

ভারতে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ২০০ শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করেন ২৫ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী, যাদের বেশিরভাগই উচ্চশিক্ষিত। বুধবার চাকরির পরীক্ষা দিতে এই বিপুল সংখ্যক আবেদনকারী হাজির হন বিমানবন্দরে। এত পরীক্ষার্থীদের ভিড় সামলাতে হিমশিম খায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ। এক পর্যায়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতিও তৈরি হয়।

জানা গেছে, ভারতের প্রধান বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে মুম্বাই বিমানবন্দরে ‘লোডার’ পদে ২ হাজার ২১৬ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়, যাদের কাজ হবে বিমানে যাত্রীদের ব্যাগ ওঠানো ও নামানো। এই পদটির জন্য বেতন ধরা হয়েছে ২০ থেকে ২৫ হাজার রুপি। তবে মাত্র ২ হাজার ২১৬ পদের বিপরীতে ২৫ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী পরীক্ষা দিতে আসেন।

এদিন কাউন্টারে কে আগে আবেদনপত্র জমা দেবে তা নিয়ে হুড়োহুড়ি লেগে যায়। ঘণ্টার পর ঘণ্টা ধরে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকেন চাকরিপ্রার্থীরা। এসময় প্রচণ্ড গরমে অনেক চাকরিপ্রার্থীই অসুস্থ হয়ে পড়েন।

এয়ারপোর্ট লোডারদের বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন না হলেও আবেদনকারীদের শারীরিকভাবে শক্তিশালী হতে হয় ভার বহনের জন্য। প্রতিটি বিমানের জন্য কমপক্ষে পাঁচজন লোডার প্রয়োজন। তবে আবেদনকারীদের বেশিরভাগই উচ্চশিক্ষিত, কেউ এম এ পাস, কারও রয়েছে পিএইচডি ডিগ্রি।

বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র– প্রথমেশ্বর নামে এক চাকরিপ্রার্থী, যিনি ৪০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে মুম্বাই এসেছেন তিনি বলেন, ‘আমি লোডার পদের জন্য আবেদন করতে এসেছি। তারা ২২ হাজার ৫০০ রুপি বেতন দিচ্ছে।’

চাকরি পেলে পড়ালেখা ছেড়ে দেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কী করব? অনেক বেকারত্ব। আমি সরকারকে আরও চাকরির সুযোগ তৈরি করার আহ্বান জানাচ্ছি।’

বিএ ডিগ্রিধারী আরেকজন চাকরিপ্রার্থী বলেছেন, তিনি একজন লোডারের কাজ সম্পর্কে খুব বেশি কিছু জানেন না, তবে তার চাকরি দরকার।

আরেক চাকরিপ্রার্থী রাজস্থানের আলওয়ার থেকে এসেছেন, তার এম. কম ডিগ্রি রয়েছে, তিনি বলেন, ‘আমি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, কেউ আমাকে বলেছে এখানে বেতন ভালো। তাই এসেছি।’

কয়েকদিন আগে ভারতের আরেক রাজ্য গুজরাটের ভারুচ জেলায় একটি বেসরকারি সংস্থায় চাকরিপ্রার্থীদের ভিড়-ধাক্কাধাক্কি ছবির ভাইরাল হয়েছিল। যেখানে মাত্র ১০টি শূন্যপদের জন্য প্রায় ২ হাজার আবেদনকারী হাজির হয়েছিলেন। এসময় ভিড়ের কারণে আহত হন কয়েকজন চাকরিপ্রার্থী। এবার মুম্বাইতেও দেখা গেল একই ছবি।

এদিকে সামাজিক মাধ্যমে চাকরিপ্রার্থীদের ভিড়ের ছবি ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে দেশটিতে চাকরির সংকট নিয়ে।

বিমানবন্দরে চাকরিপ্রার্থীদের ভিড়ের ছবি পোস্ট করে কংগ্রেস সাংসদ বর্ষা গাইকোয়াড বেকারত্ব ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষমতাসীন বিজেপি সরকারকে আক্রমণ করেছেন।

তিনি লেখেন, ‘বিগত ১০ বছরে বেকারত্ব এতটা বেড়েছে যে যুব প্রজন্ম রাশিয়া-ইসরায়েলের যুদ্ধে যেতেও রাজি হয়ে যাচ্ছে। চাকরির কথা শুনলেই হাজার হাজার প্রার্থী ভিড় করছে। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।’

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/১৭জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা