হল ত্যাগের নির্দেশ মানছে না চবির শামসুন নাহার হলের শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ২০:২৪
অ- অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ পালন করছে না শাসসুন নাহার হলের শিক্ষার্থীরা।

এর আগে বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে মেয়েদের এবং রাত ৯টার মধ্যে ছেলেদের হল ত্যাগের নির্দেশ দেয়।

নিয়ে শামসুন নাহার হল প্রভোস্ট এবং চবি প্রক্টর অহিদুল আলমের এর সাথে শিক্ষার্থীদের দীর্ঘ সময় কথা কাটাকাটি হতে দেখা গেছে। সময় শিক্ষার্থীরা হল না ছাড়ার সিদ্ধান্তে অটল ছিলেন।

চবি প্রক্টর অহিদুল আলম বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না। এখন যারা হলে থাকতে চায় তাদের একটা লিস্ট নিয়ে যাচ্ছি। হলে থাকা না থাকা এটা আবার সিন্ডিকেট সভার মধ্যে সিদ্ধান্ত হবে।

তার আগে গতকাল মঙ্গলবার রাতে ইউজিসির এক অফিস আদেশে জানানো হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশের সব পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদানের নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।সেই অফিস আদেশের পরিপ্রেক্ষিতে আজকের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৭জুলাই/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা