শনির আখড়ায় বাবা ও শিশুসহ গুলিবিদ্ধ ৬, ক্ষুব্ধ স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ২৩:১২| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ২৩:৩২
অ- অ+

রাজধানীর শনির আখড়ায় চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় ঘরে থাকা বাবা-সন্তানসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার সন্ধ্যায় শনিরআখড়া-দনিয়া এলাকায় এ ঘটনা ঘটলে ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা। এরপর ক্ষুব্ধ হয়ে তারা কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নামেন।

এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ও আন্দোলনকারীরা রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের কাজলা টোল প্লাজাসহ বেশকিছু জায়গায় অগ্নিসংযোগ করেন। এতে আরও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। ঘটনাস্থলের আগুন নেভাতে গিয়ে নিজেদের প্রটেকশনে ব্যর্থ হয়ে ফিরে গেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শেষ খবর পাওয়া পর্যন্ত, বকশি বাজার, যাত্রাবাড়ী, মাতুয়াইল, শনির আখড়া এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনেরকারীদের এখনো সংঘর্ষ চলছে। এছাড়া যাত্রাবাড়ীতে পুলিশ র‍্যাবের যৌথ অভিযান চলছে।

বর্তমান পরিস্থিতি জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল হক বলেন, ‘এখন কথা বলার সময় নাই। টোলপ্লাজায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। ধাওয়া-পাল্টাধাওয়া হচ্ছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’

এদিকে গুলিবিদ্ধ ৬ জনকে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন বাবু মিয়া (৫০) ও তার দুই বছরের ছেলে রোহিত মিয়া (২) এবং পথচারী পিয়াস (১৭), মনিরুল (২০), সোহাগ (২৭) ও ফয়সাল (১৮)।

এদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত শিশু রোহিতের মা লিপি আক্তার জানান, তাদের বাসা শনির আখড়ায়। সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। এদিকে শিশুটি বাসায় কান্নাকাটি করতে থাকায় তার বাবা বাবু মিয়া কোলে নিয়ে বাসার গেটের সামনে দাঁড়িয়ে রাস্তার পরিস্থিতি দেখছিলেন। তখন গুলি এসে শিশুটির বাবার মুখ, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় লাগে। এছাড়া কোলে থাকা শিশু রহিতের ডান হাতে এবং বুকে লাগে।

আহত মাহিম আহমেদ পিয়াস (১৭) নামে এক শিক্ষার্থী জানায়, সে দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ে। বিকালে কোচিং শেষ করে বাসায় ফিরছিল। তখন শনির আখড়ায় সংঘর্ষের মাঝে পড়ে গেলে গুলিতে সে আহত হয়।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএম/এসএস/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর পরিদর্শন
রাঙ্গুনিয়ায় আম গাছের চূড়া থেকে ৭ ঘণ্টা পর উদ্ধার  কিশোরী
রামগঞ্জে নারীকে গলা কেটে হত্যা
ইতালির সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা ভয়ানক লাভা ছড়াচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা