সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ০৯:২৮| আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৯:৪৩
অ- অ+
ফাইল ফটো

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার পর সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন।

একই দিন সকালে বিজিবি সদরদপ্তর থেকে জানানো হয়েছে, কমপ্লিট শাটডাউনের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে কর্মসূচি ঘিরে র‌্যাব পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন রয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় অনলাইনে সারাদেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, “শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।”

আসিফ বলেন, ‘আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের।”

এদিকে শাটডাউনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শতশত গাড়ি আটকে আছে। রাজধানীর শনির আখড়া ও কাজলা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। রায়েরবাগের কদমতলী এলাকায় সকাল সাড়ে আটটা থেকে যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা