কোটা সংস্কার আন্দোলন: সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে গেল দু সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রাম করছে দেশের শিক্ষার্থীরা। একের পর এক কর্মসূচির পর বৃহস্পতিবার দেশব্যাপী 'কমপ্লিট শাটডাউন ' নামক কর্মসূচি পালিত হচ্ছে। দেশের অন্যান্য স্থানের মতো সিদ্ধিরগঞ্জেও কিছুসংখ্যক স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব তৎপরতায় তারা পেছন হেঁটে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
সকালে সিদ্ধিরগঞ্জস্থ চিটাগাং রোডের শিমরাইল মোড়ে এমন ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা গেছে, প্রায় শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে বিভিন্ন স্লোগানে মহাসড়কে উঠেছিল। প্রায় ১ ঘণ্টার মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল আদমজী চাষাঢ়া সড়কে অবস্থান করেন তারা। পরবর্তী পুলিশের কর্মকর্তারা তাদের বুঝিয়ে পাঠিয়ে দেন।
আন্দোলনরত শিক্ষার্থী পল্লব বলেন, আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা করার জন্য না। ছাত্রলীগের পোলাপান শিমরাইলের বিভিন্ন স্থানে অবস্থান করছে। আমরা কাউকে ভয় করি না।
আরেক শিক্ষার্থী শাওন বলেন, আমাদের ভাইদের রক্ত ঝরেছে আমরা তার বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, আমরা স্টুডেন্ট।
মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা সড়কে নেমেছিল। আমরা তাদের বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা সড়কে রয়েছি।
(ঢাকা টাইমস/১৮জুলাই/এসএ)

মন্তব্য করুন