রাজধানীতে সহিংসতা: চিরুনি অভিযানে  গ্রেপ্তার ১১৭০, মামলা ৮২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৪, ০৮:৩৯| আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৮:৪২
অ- অ+

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাজধানীতে এ পর্যন্ত ৮২টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার হয়েছে অন্তত ১১৭০ জন

মঙ্গলবার ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীতে পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১১১৭ জনকে। এছাড়া র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে অর্ধশতাধিক। র‌্যাব সারাদেশে ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব জানিয়েছে, বিটিভি ভবনে হামলা-অগ্নিসংযোগে সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। এছাড়া ফুটেজ দেখে চিহ্নিত করে মেট্রোরেল স্টেশন, রামপুরায় পুলিশের সহকারী কমিশনারের কার্যালয়ে হামলার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

ডিএমপি সূত্র জানিয়েছে, রাজধানীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড রোধে গত শনিবার রাত থেকে চিরুনি অভিযান শুরু করে র‌্যাব ও পুলিশ। অভিযান শুরুর পর এ পর্যন্ত ১১১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫১৬ জন এবং শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে দেশে রাজধানীতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে সারাদেশে ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ আন্দোলনে শিক্ষার্থীদের প্রাণহানির প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে পড়ে গোটা দেশ। এর মধ্যে জড়িয়ে পড়ে বিএনপি ও জামায়াত-শিবির। ঘটে ব্যাপক ধ্বংসাত্মক কর্মকাণ্ড। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৯ জুলাই রাত ১২ থেকে কারফিউ জারি করা হয়, যা এখনও বলবৎ রয়েছে। তবে এর মধ্যে প্রতিদিনই কিছু সময় শিথিল করা হয়।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
মেঘনা ব্যাংকের অফিসারদের ট্রেইনিং কোর্সের উদ্বোধন
সরকারের ভেতর থেকে নির্বাচন চায় না, মনে করেন রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা