সহিংসতার ঘটনায় সারাদেশে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১১:৫৬| আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১২:১৫
অ- অ+
কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন সরকারি স্থাপনায় তাণ্ডব চলায় দুর্বৃত্তরা (ফাইল ফটো)

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২২৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। যাদের মধ্যে রাজধানী ঢাকায় ৫৫ জন এবং ঢাকার বাইরে ১৭৩ জন রয়েছেন।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় এলিট ফোর্স র‍্যাব।

বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে নাশকতার অভিযোগে ঢাকায় ৫৫ জন ও ঢাকার বাইরে ১৭৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আরও পড়ুন>> কোটা আন্দোলনে সহিংসতায় জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ থাকতে পারে: সিটিটিসি

কোটা সংস্কার আন্দেলনের মধ্যে গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাজধানীজুড়ে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। তারা মহাখালীতে সেতুভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাসহ রাজধানীর শতাধিক সরকারি স্থাপনায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে বহু সরকারি গাড়ি ও মূল্যবান জিনিস আগুনে পুড়ে নষ্ট হয়েছে। রাজধানীজুড়ে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৬০টি মামলা হয়েছে। গ্রেপ্তার দুই হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মী এবং সরাসরি নাশকতার সঙ্গে জড়িতরা আছেন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা