বাংলাদেশে সহিংসতার বিরুদ্ধে সুইডেন আ.লীগের প্রতিবাদ সভা

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৪, ১০:০০
অ- অ+

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও শেখ হাসিনার প্রতি সংহতি প্রকাশ করে সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়।

সুইডেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার ছাত্রদের দাবি মেনে নিয়েছে, আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে এবং সঠিক তদন্তের মাধ্যমে নিহত আন্দোলনকারী, আওয়ামী লীগের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের সঠিক তথ্য প্রকাশ এবং তাদের পরিবারকে সহায়তা করেছে। তারপরও বাংলাদেশের উন্নয়নের শত্রু জামাত-বিএনপি চক্র সন্ত্রাসীদের মতো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ বাংলাদেশে ধংসযজ্ঞ, সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদী কার্যকলাপ চালাচ্ছে। তারা দেশের উন্নয়নকে ব্যাহত করতে দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করার লক্ষে সবাই দৃঢ় প্রতিজ্ঞ।’

বক্তারা আরও বলেন, ‘দেশবিরোধীরা প্রবাসে বসে বাংলাদেশবিরোধী গুজব ছড়াচ্ছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার এবং দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার জন্য রেমিট্যান্স সাটডাউন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য লবি করাসহ সকল বিদেশি রাষ্ট্র ও সংস্থার নিকট বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করে দেশটাকে ধ্বংস করার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে।’

সভায় বক্তারা এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বাংলাদেশের অস্তিত্ব ও স্থিতিশীলতা রক্ষার্থে এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা ও সংহতি প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা