আজও গণহত্যা ও নিপীড়নবিরোধী সমাবেশ করবে শিল্পীসমাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৪, ০৯:১৯
অ- অ+

দেশজুড়ে গণহত্যা, ধরপাকড় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং হত্যার বিচার দাবিতে ফের রাস্তায় নামছে শিল্পীসমাজ। আজ (শুক্রবার) বেলা ১১টায় ধানমন্ডির সাত মসজিদ রোড আবাহনী মাঠের পাশে প্রতিবাদ সমাবেশ করবেন তারা।

এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। সেখানে নাটক ও চলচ্চিত্র জগতের তারকারা উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ‘হৃৎপিণ্ড’ খ্যাত সড়ক মানিক মিয়া অ্যাভিনিউতে অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনে বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। সেখানে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও রাফিয়াত রশীদ মিথিলাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিন মোশাররফ করিম তার বক্তব্যে বলেন, ‘আমি সাধারণ মানুষ। আমরা সবাই সাধারণ মানুষ। আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত– এগুলো দেখতে চাই না। এসবের বাইরে থাকতে চাই। আমরা শান্তি চাই।’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে জাতীয় সংসদ ভবনের সামনে দাঁড়িয়েছি আমরা। আমরা ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। সব হত্যাকাণ্ডের বিচার চাই। হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার আর হয়রানি বন্ধ চাই।’

বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এদিন সড়কে দাঁড়ান।

(ঢাকাটাইমস/০২আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা