আজ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
আজ শনিবার সারা দেশে বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রবিবার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।
তিনি আরও বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, শনিবার সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।’
ঢাকায় যেসব স্থানে বিক্ষোভ হবে
রামপুরা
ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা এলাকায় কর্মসূচি পালন করবেন।
উত্তরা বিএনএস সেন্টার
উত্তরা বিএনএস সেন্টারের সামনে আইইউবিএটি, বিইউএফটি, শান্তা মরিয়ম, উত্তরা ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি, রাজউক কলেজ, উত্তরা হাই স্কুল, মাইলস্টোন কলেজ, ট্রাস্ট কলেজের শিক্ষার্থীরা অবস্থান করবেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও পেশাজীবীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ঢাকা কলেজ ও সায়েন্সল্যাব এলাকা
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, ইউডা, সোনারগাঁ ইউনিভার্সিটি, ডিআআইটি, স্ট্যামফোর্ড, ইস্টার্ন ইউনিভার্সিটিসহ ধানমন্ডির সব বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের সঙ্গে একত্রে কর্মসূচি পালন করবেন।
বসুন্ধরা মেইন গেট
বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান গেট ও যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এআইইউবি, জিইউবি, ইউআইইউ, ইউল্যাব, ইআইটিএস, নর্দান প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কোলার্স ও ভিএনএসসির শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত শিক্ষার্থী, পুলিশ ও সাধারণ মানুষসহ ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে এ সংখ্যা দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে। এছাড়া গুলিবিদ্ধসহ আহত আছেন শত শত।
ঢাকাটাইমস/০৩আগস্ট/ইএস