ছাত্রদের ডাকে সাতক্ষীরায় মাঠে নেমেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৭:৫৪| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৮:১৮
অ- অ+

চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকে এবার সাতক্ষীরায় প্রকাশ্যে মাঠে নেমেছে বিএনপি।

ছাত্র-জনতার গণহত্যা, গ্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবিতে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিএনপির নেতারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের খুলনা রোড মোড়ে জড়ো হন।

পরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশাল মিছিল নিয়ে নিউমার্কেট চত্বর প্রদক্ষিণ করে আবার খুলনা রোড মোড়ে হাজির হয়।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অংশ নেওয়া বিএনপির নেতারা হলেন– বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে রায়হান ও ছাত্রদল নেতা আনারুল ইসলাম সান।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক নেতা ঢাকা টাইমসকে জানান, এত দিন তারা পেছন থেকে সমর্থন দিলেও এখন সর্বাত্মকভাবে মাঠে থেকে ছাত্রদের সহায়তা করবেন। ওই ছাত্রদল নেতা বলেন, ‘আমরা মনে করি ছাত্রদের আন্দোলনের কোনো ব্যানার নেই। তারা দল-মত নির্বিশেষে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছে। তাই সশরীরে ছাত্রদের পাশে দাঁড়াতে আমাদের কোনো বাধা নেই। এখন আমরা মাঠে থেকে ছাত্রদের সর্বাত্মক সহায়তা করলে তাদের আন্দোলনে শক্তি জোগাবে।’

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দিয়ে শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন সফল করতে অভিভাবক, শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিনের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/৩আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা