ফেনীতে ৩০৬ মিলিমিটার রেকর্ড বৃষ্টি, শহরে জলাবদ্ধতা

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৮:০৩
অ- অ+

ফেনীতে এক দিনে সর্বোচ্চ ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় বিগত কয়েক বছরের হিসাবে এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আগামী ১০ দিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

শনিবার জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. সালেহ আহম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

সালেহ আহম্মদ বলেন, ফেনীতে টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বোচ্চ ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা বিগত কয়েক বছরের হিসেবে সর্বোচ্চ।

টানা বর্ষণে ফেনী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের একাডেমি সড়ক, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, মিজান রোড, শান্তি কোম্পানি রোডসহ নিচু এলাকায় পানি জমে গেছে। সকাল থেকে সড়কে চলাচলে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী।

এদিকে টানা বৃষ্টি ও উজানের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার ২৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে পরশুরাম উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দশটি স্থানে বাঁধ ভেঙে অন্তত ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানান, ১৯৯৮, ২০০৪ ও ২০১৮ সালের বন্যায় কখনো বাড়িতে পানি ওঠেনি। এবারই প্রথম আমার বাড়িতে পানি উঠল। পুরো এলাকার ভয়াবহ পরিস্থিতি। নদীর পানি না কমলে পরিস্থিতি আরও খারাপ হবে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ 
রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা