২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দেওয়ার আল্টিমেটাম খুবি শিক্ষার্থীদের
সার্বিক নিরাপত্তার স্বার্থে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক হলসমূহ খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা সমস্যায় ভুগছেন। তাই আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেকোনোভাবে আবাসিক হলগুলো খুলে দিতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শিক্ষার্থীরা বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই হল খুলে দিতে আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এর মধ্যে হল না খোলা হলে আমরা সবাই হলে উঠব।’
এর আগে গত ১৭ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ওই দিন বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)