সাতক্ষীরায় আ.লীগের ব্যানার-ফেস্টুনে  আগুন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৫:২১ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৫:১৯

সাতক্ষীরায় আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে নেমেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। তারা শহরের নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। রোববার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শহরের খুলনা রোড মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের নিউমার্কেট মোড় অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সেখানে যোগ দেন।

এ সময় জেলা যুবলীগের তৈরি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ভাঙচুর অগ্নিসংযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। পরে তারা সেখানেএক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্তসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে রণক্ষেত্র পরিণত হয় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট।

পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকা ত্যাগ করে খুলনা রোড মোড়ে অবস্থান নেন। এ সময় কোটা আন্দোলনে ঢাকার উত্তরায় নিহত সাতক্ষীরার আসিফ হাসানের নামে সাতক্ষীরার খুলনা রোড মোড়কে আসিফ চত্বর নামকরণ করা হয়।

প্রায় এক ঘণ্টা সাতক্ষীরা-যশোর সড়ক, সাতক্ষীরা-খুলনা সড়ক, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, ‘আমি জানি সাতক্ষীরার মানুষ শান্তিপূর্ণ। আমি চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হোক। আমরা দেশের সম্পদ রক্ষা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত।’ যদি কোনো বিশৃঙ্খলান সৃষ্টি না হয়, তাহলে পুলিশ কোনো শিক্ষার্থীর গায়ে একটা টুকাও দেবে না বলে জানান তিনি।

বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করেন। বিক্ষোভ মিছিলে পুলিশ, বিজিবিসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ আন্দোলনকারীদের কোনো বাধা দেয়নি।

(ঢাকাটাইমস/৪আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

চট্টগ্রামে আন্দোলনে গুলিবর্ষণকারী ‘সন্ত্রাসী মিজান’ গ্রেপ্তার

ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার সঞ্জিতের বাড়ি ভারতে নয় গোপালগঞ্জে

নারী বন্ধু নিয়ে ঘুরতে বের হন যুবক, চাঁদাবাজদের খপ্পড়ে পড়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

সজীবের নেতৃত্বে নয়াপল্টনের সমাবেশে পাঁচ হাজারের বেশি নেতাকর্মী 

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় শেখ সেলিমসহ ৬১৮ জনের বিরুদ্ধে মামলা

হাত-পা বেঁধে রেখে টাকা-স্বর্ণালংকার ও বাইক লুট

চাটখিলে আগুনে ৩২ দোকান ও ২৪ অটোরিকশা ছাই

বরগুনায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিম্নচাপ কাটিয়ে ইলিশের সন্ধানে সমুদ্রে ছুটছেন জেলেরা

টেকনাফে ১০ কেজি স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :