ঝালকাঠিতে আমুসহ আ.লীগ নেতা-কর্মীদের বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ২৩:৪২
অ- অ+

ছাত্র জনতার বিজয়ের পরে ঝালকাঠিতে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে আগুন, নেতাকর্মীর বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলাসহ ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার দুপুরে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বাস ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট শুরু করে। পরে আগুন ধরিয়ে দেওয়া হয় তার বাসভবনে। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের বাস ভবন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফের বাসা ও একাধিক ব্যাবসায়িক প্রতিষ্ঠান ও জেলা আওয়ামী লীগের সদস্য ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মাসুমের ব্যবসায়িক প্রতিষ্ঠান দেশী ভোজ, ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজের বাসায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা।

এর আগে সোমবার সকাল থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহর ছাড়তে শুরু করে। দুপুরের পরে আওয়ামী লীগের কাউকেই শহরে দেখা যায়নি। ৪টার পরে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে।

ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতাদের বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। কিছু বাসায় অগ্নিসংযোগ করা হলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ঢাকাটাইমস/০৫আগস্ট/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা