চরমোনাই পীরের চাচা সৈয়দ মোবারক করীম মারা গেছেন, জানাজা সকাল ১০টায়

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ে চাচা মাওলানা সৈয়দ মোবারক করীম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি চরমোনাইয়ের মরহুম পীর সৈয়জ মাওলানা ফজলুল করীম রহ. এর বড় ভাই এবং সৈয়দ এছহাক রহ. এর বড় সন্তান।
মঙ্গলবার সকাল ১০টায় চরমোনাই দরবারে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা সৈয়দ এছহাক রহ. এর কবরের পাশে তাকে দাফন করা হবে।
এদিকে দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু বিবেচনায় চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীম এবং সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম চাচার জানাজায় অংশগ্রহণ করতে পারছেন না। দেশের এই ঐতিহাসিক যুগসন্ধিক্ষণে জাতীয় সংকট মোকাবিলায় তারা দুই ভাই এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। তবে তাদের অপর পাঁচ ভাই চাচার জানাজায় অংশগ্রহণ করতে চরমোনাই অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের সদস্য সচিব মাওলানা শাসুদ্দোহা তালুকদার।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরমোনাইয়ের নিজ বাড়িতে সৈয়দ মোবারক করীম শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলে এবং ২ মেয়েসহ লাখো মুরীদ এবং গুণগ্রাহী রেখে গেছেন।
চরমোনাই দরবারের বর্তমান পীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীমের চাচা মোবারক ছিলেন তাদের পরিবারের সবচেয়ে বায়োজ্যেষ্ঠ মুরুব্বি। বাবা সৈয়দ ফজলুল করীম রহ. এর মৃত্যুর পর সৈয়দ মোবারক করীম ছিলেন চরমোনাই পীর এবং তার ভাইদের প্রধান পারিবারিক মুরুব্বি।
(ঢাকাটাইমস/০৬আগস্ট/এসআইএস)

মন্তব্য করুন