মন্ত্রী-এমপি আমলা-পুলিশ কর্তাদের খুঁজছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা, কে কোথায় পালালেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১২:১৯| আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৬:৩৪
অ- অ+

প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনে সোমবার বিকাল থেকেই ছাত্র-জনতা বিজয়োল্লাস করছেন। একইসঙ্গে তারা শেখ হাসিনা সরকারের মন্ত্রী-এমপি, বর্তমান-সাবেক উর্ধ্বতন আমলা-পুলিশ কর্তাদেরও খুঁজছেন।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের যেমন খোঁজ মিলছে না, তেমনি বিদায়ী সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও খোঁজ মিলছে না। লাপাত্তা আওয়ামী লীগ দলীয় এমপিদের অনেকেই।

আওয়ামী লীগ নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিদের অনেকের খোঁজ নেওয়ার চেষ্টা করেছে ঢাকা টাইমস। কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ তাদের বেশিরভাগেরই ব্যক্তিগত মোবাইল নাম্বার বন্ধ। অনেক মন্ত্রী-এমপি দেশও ছেড়েছেন। ওবায়দুল কাদের রবিবার রাতেই সিঙ্গাপুর চলে গেছেন।

অনেক প্রভাবশালী গত ১৪ জুলাই থেকে বিদেশি চ্যানেলের মাধ্যমে ফ্লাইটের টিকিট কেটে রেখেছিলেন। তারাও দেশ ছেড়ে পালিয়েছেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। এমন দেশত্যাগী মন্ত্রী, এমপি ও নেতার সংখ্যা শতাধিক। তারা ভারত, থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া ও দুবাই পাড়ি জমান।

আলোচিত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোথায় আছেন জানা যায়নি। আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত কোথায় তাও জানা যায়নি, তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

তবে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সোমবার রাতে ঢাকাতেই ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে। আর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গাজীপুরে নিজ এলাকায় অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে দেশে ক্ষমতার এমন পালাবদল হয়ে গেলেও এখন পর্যন্ত প্রভাবশালী আমলা ও পুলিশ কর্তাদের দেখা যায়নি। মন্ত্রী-এমপিদের পাশাপাশি সাবেক-বর্তমান আমলাদের অনেকেই দেশ ছেড়েছেন বলে গুঞ্জন আছে। পুলিশের উর্ধ্বতন কর্তাদের কারো দেশ ছাড়ার খবর না থাকলেও আলোচিত ডিআইজি হারুন আটক হয়েছেন বলে খবর আছে। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও অনেক ভিআইপি, সিআইপি দেশত্যাগ করেছেন। এই দেশ-পলাতকদের সংখ্যা কয়েকশ বলেই ধারণা দিচ্ছে বিমানবন্দর সূত্র।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরের প্রতিটি ইউনিয়নে বিএনপির বিক্ষোভ, অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫১
বিদ্যুৎ বিল সংগ্রহে ওজোপাডিকো ও কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর
শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে পুরস্কৃত হলো ওয়ালটন ডিজি-টেক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা