সেনাবাহিনীর চাকরি হারালেন মেজর জেনারেল জিয়াউল আহসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৭:২৪ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৬:৩৪

সেনাবাহিনীর চাকরি হারালেন মেজর জেনারেল জিয়াউল আহসান। সংশ্লিষ্ট একটি সূত্র ঢাকা টাইমসে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে ছিলেন।

জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম-খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে বারংবার নাম এসেছে জিয়ার। এছাড়াও আইন বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

২০২২ সালের জুলাই মাসে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেলে পদোন্নতি পান জিয়াউল আহসান। ২১ জুলাই তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

তখন জিয়ার জন্যই প্রথমবারের মতো এনটিএমসির ‘মহাপরিচালক’ পদটি সৃষ্টি করা হয়। আর পদটিতে প্রথম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান জিয়াউল আহসান।

জিয়া ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ২০০৯ সালের ৫ মার্চ র‌্যাব-২ এর উপ-অধিনায়ক ও একই বছর লে. কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হন তিনি। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

কারাগারে ডিভিশনে পেয়েছেন সাবেক ৯ এমপি-মন্ত্রী: কারা মহাপরিদর্শক

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক: আইজি প্রিজন্স

ভারতে শেখ হাসিনার অবস্থান কোন স্ট্যাটাসে, এখনো জানতে চায়নি সরকার

আয়নাঘর পরিদর্শন করবে তদন্ত কমিশন

চলতি বছর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা দাঁড়াবে ৩ বিলিয়ন ডলারে: আবদুলায়ে সেক

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১০০ কোটি ইউরো দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করছি: ক্রীড়া ও শ্রম উপদেষ্টা

সফল অভিযানের স্বার্থে মাদকদ্রব্য অধিদপ্তরকে অস্ত্র দেওয়া প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :