শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি, দাবি ছেলে জয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১১:১৮ | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১০:০৮

পদত্যাগ করে দেশত্যাগের পর থেকেই শোনা যাচ্ছে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এমন খবরকে মিথ্যা দাবি করলেন আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার রাতে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় এ দাবি করেন। তিনি বলেন, ‘আম্মু কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাননি। তিনি আর কখনো রাজনীতিতে ফিরবেন না।’

যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চাওয়া প্রসঙ্গে জয় বলেন, ‘আম্মুর আশ্রয় সংক্রান্ত অনুরোধের প্রতিবেদনগুলো সঠিক নয়। তিনি কোথাও আশ্রয় পাওয়ার অনুরোধ করেননি। তাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের নীরব থাকার বিষয়টি সত্য নয়।’

এদিকে, শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে দেশটির সরকার। সে বিষয়ে জয় সাক্ষাৎকারে জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি।

তাহলে কোথায় থাকবেন শেখ হাসিনা? জয় বলেন, ‘আমি ওয়াশিংটনে, আমার খালা লন্ডনে, আমার বোন দিল্লিতে থাকেন। তবে আম্মু কোথায় থাকবেন, আমরা এখনো জানি না।’

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না জানিয়ে জয় বলেন, ‘আম্মু অবসরের কথাই ভাবছিলেন। এটাই ছিল তার শেষ মেয়াদ।’

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের মুখে সোমবার দুপুরে প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এর কয়েক মিনিট পরই তিনি উড়ে যান ভারতে। বর্তমানে রয়েছেন নয়া দিল্লিতে। এরপর কোন দেশ হবে তার ঠিকানা, তা এখনো চূড়ান্ত নয়।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এজে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে স্মরণসভা ১৪ সেপ্টেম্বর: নাহিদ ইসলাম

পুলিশ সংস্কারে শিগগির কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা এসেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হবে: চিফ প্রসিকিউটর

শিল্পকলা একাডেমির নতুন ডিজি সৈয়দ জামিল আহমেদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে আন্দোলনের ২১ দিনে নিহত ৬৩১ জন, আহত ১৯২০০

বিভিন্ন মাজারে হামলার নিন্দা দেওয়ানবাগের

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

এই বিভাগের সব খবর

শিরোনাম :