বৃহস্পতিবার দেশে আসছেন ড. মুহাম্মদ ইউনূস
দেশে আসছেন ড. মুহাম্মদ ইউনূস। বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে রয়েছেন। সেখান থেকে বৃহস্পতিবার ঢাকায় আসবেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘স্যার বর্তমানে চিকিৎসার জন্য প্যারিসে রয়েছেন। সেখান থেকে রওনা হয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।’
এক দফা দাবিতে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের মুখে পদত্যাগ করে সোমবার দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
(ঢাকাটাইমস/০৭আগস্ট/এজে)