দেশের মানুষ একটি পরিবর্তনের আশা করছে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১৭:৩৭
অ- অ+

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ দেশের ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ মানুষ একটি পরিবর্তনের জন্য আশা করছে। যেহেতু শহীদ জিয়ার সঙ্গে রাজনীতিকরেছি, তার আদর্শ আমাদের মাঝে আছে। তাই আমাদের বিশ্বাস সেই পরিবর্তন আমরাই করতে পারব।

বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রীকে আমরা জীবিত অবস্থায় মুক্ত করতে পেরেছি বলে আমরা আনন্দিত। আমাদের ভাই তারেক রহমানকে একই ভাবে মুক্ত করে দেশে ফিরিয়ে আনবো।

যে তরুণরা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, তাদের অবদানের কথা স্বিকার করে আমরা একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। জনগনের কাছে দায় থাকবে এমন একটি সরকার আমরা গঠন করতে চাই।

তিনি বলেন, ফ্যাসিবাদ পতন হয়েছে, দাম্ভিক হাসিনার পতন হয়েছে। আমাদের যে ফেসিবাদের প্রতি আন্দোলন তা শেষ হয়েছে। আজকের যে আন্দোলন তা আগামি দিনের নির্বাচনকে সুষ্ঠু করার আন্দোলন। আগামীদিনের নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ ডেউয়া ফল মানসিক চাপ ও সানস্ট্রোক রোধ করে
গাজায় এক দিনে ইসরায়েলি হামলায় ৬৭ ফিলিস্তিনি নিহত
ভুঁড়ি কমানোর স্বাস্থ্যসম্মত সহজ উপায়
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা