বিসিবির যেসব জায়গায় সংস্কার চান এনামুল হক বিজয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ১১:০৭
অ- অ+

ছাত্র-জনতার অভ্যূত্থানের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশে একের পর এক পরিবর্তন দেখা দিচ্ছে। পরিবর্তনের আভাস মিলছে বাংলাদেশ ক্রিকেটেও। একের পর এক ক্রিকেটাররা দীর্ঘ দিন ধরে জমে থাকা ক্ষোভ প্রকাশ করছেন।

অনেকের মতো মুখ খুলেছেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। বিসিবি যে সকল কাজে স্বচ্ছতা ছিল না বা নেই, সেসব জায়গায় স্বচ্ছতা ফেরানোর আহ্বান জানান বিজয়। তাতে বাংলাদেশ ক্রিকেটেরই উপকার হবে বলেও মনে করেন এই ওপেনার।

বিজয় বলেন, ‘আসলে স্বচ্ছ থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে, আমি কেন দলে আছি, কেন বাদ পড়ছি, কোথায় খেলছি বা আমার সুযোগ-সুবিধা কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি। এই জিনিসগুলো প্রশ্নবিদ্ধ থাকে যেগুলা আমরা সবাই চাই প্রশ্নটা সরে যাক, উত্তরটা আমরা প্রাপ্য।’

এই ব্যাটার বলেন, ‌‘আমি মনে করি ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে আমাদের সহযোগিতা করার জন্য। ভবিষ্যতেও যারা দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে। অবশ্যই একটা জায়গায় গ্যাপ থেকে যায়, গ্যাপগুলো পূরণ করে এগিয়ে যাব এটা আমরা সবাই আশা করব।’

দেশের ক্রিকেটে বড় পরিবর্তনের সুযোগ দেখছেন বিজয়। তিনি বলেন, ‘ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে পরিবর্তন করার সুযোগ আছে আমি মনে করি। আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে। কোন কিছুই দুইদিনে-পাঁচদিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব। কিন্তু আমরা সবাই আশা করি, প্রতিটা মানুষ আশা করে প্রথমে সাধারণ মানুষ, জনগণ।’

‘ক্রিকেট খেলোয়াড়, ব্যবসায়ী, চাকুরিজীবী বা যেই হই না কেন বা সাংবাদিক বা যে পেশাতেই থাকি না কেন। আমার কাছে মনে হয় সবার আগে আমরা জনগণ। অবশ্যই আমাদের অধিকার আছে যেটা আমরা প্রাপ্য। আমরা সবাই চাইবো সবকিছু গোছানোভাবে এগিয়ে যাক, ক্রিকেট বোর্ড প্রতিটা জায়গায় যেন সুবিধা পাই। দেশটা সবাই মিলে যেন আমরা এগোতে পারি।’-যোগ করেন তিনি।

দেশের বিভিন্ন সেক্টরের মতো ক্রিকেটও অনেকটাই ঢাকাকেন্দ্রিক। আরও খানিকটা নির্দিষ্ট করে বললে একেবারেই মিরপুরকেন্দ্রিক। যার ফলে একটা সময় বিভিন্ন জেলা কিংবা প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসলেও বর্তমানে সেটার প্রবণতা কমে গেছে। তূণমূল পর্যায়ে ক্রিকেটের প্রতি ভালো ফেরাতে সুযোগ-সুবিধা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বিজয়।

তিনি বলেন, ‘ঢাকাকেন্দ্রিক, মিরপুরকেন্দ্রিক ক্রিকেট আসলে আমরা খেলি। এই ইনডোর, এই আউটডোর... আমার মনে হয়, প্রতিটা জেলায় জেলায় এই সুবিধাদি তৈরি করা, জেলায় জেলায় যে আমরা আগে ক্রিকেটকে পছন্দ করে, ভালোবেসে ক্রিকেট খেলেছি, সেটাতে আসলে চলে যাওয়াটা জরুরি। তাহলে ভালোবাসা থেকে ক্রিকেটটা শুরু হবে। যেটা আসলে ভবিষ্যতে ভালো কিছু হবে।’

(ঢাকাটাইমস/০৭ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত, ডিজিটাল ভোট ও নিরপেক্ষ সরকারের দাবি ইমাম হায়াতের
যশোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 
লন্ডনে অনুষ্ঠিত বৈঠক ইতিবাচক: জোনায়েদ সাকি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা