হরিরামপুরে ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) বেলা দুইটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাস্তা বাজার এলাকার বিএনপির নেতাকর্মীদের আয়োজিত অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৯আগস্ট/মোআ)