কুষ্টিয়া মডেল থানার ওসির পাশে শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুষ্টিয়া মডেল থানা ও সার্কেল অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগে ধ্বংস হওয়া থানায় পুনরায় আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরীকে বরণ করে নিলেন শিক্ষার্থীরা।
শুক্রবার বেলা ১১টার সময় ওসিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন তারা।
এর আগে গত ৫ আগস্ট আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা থানা ও সার্কেল অফিস ভাঙচুর করে লুট করার পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে থানা ও সার্কেল অফিসসহ ওসির বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর গত ৭ আগস্ট দিনব্যাপী সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া থানা ভবন ও সার্কেল অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তারপর শিক্ষার্থীরা থানায় এসে পুলিশকে পুনরায় আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানালে পুলিশ তাদের আহ্বানে সাড়া দিয়ে পুনরায় থানায় দায়িত্বের জন্য আসেন।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী বলেন, পুলিশ জনগণের বন্ধু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনাকাঙ্ক্ষিতভাবে কুষ্টিয়া মডেল থানা, সার্কেল অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মূলত এর পর থেকেই পুলিশ কর্মবিরতি ঘোষণা করে। বর্তমানে সব জায়গায় এই সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু করেছে।তিনি আরও বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কেরা আমাদের পুনরায় থানা পরিচালনা করে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। এই মুহূর্তে আমাদের নিরাপত্তা নিশ্চিতসহ দাবি আদায়ের আন্দোলন চলছে। সিদ্ধান্ত ও নির্দেশনা পেলে আমরা আবারও থানায় ফিরে আসবো।
ওসিকে বরণ করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার প্রধান সমন্বয়ক মো. তৌকির আহমেদ, সমন্বয়ক সুজন মাহমুদ, মো. সাব্বির হোসেন, মো. তুহিন হোসেন, রাইসুল আহমেদ, সাঈদ আহম্মেদ শ্রেষ্ঠ, রাফিউল ইসলাম রোজ, আব্দুল কাদের মুন্না, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকাটাইমস/০৯আগস্ট/পিএস