জাসদে ইনু-শিরিন নিষিদ্ধ, কার্যালয় দখল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ০০:০৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার ছাত্র হত্যায় আওয়ামী লীগ সরকারকে মদদ দিয়েছেন— এমন অভিযোগ তুলে তাদেরকে দলে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নেতাকর্মীরা।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান গ্রহণ করে নেতাকর্মীরা ইনু-শিরিনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জাসদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক মাস্টারের লাশ সামনে রেখে ১৯৭২-এর ৩১ অক্টোবর জন্ম নিয়েছিল বাংলাদেশের প্রথম বিরোধী দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। স্বাধীনতা-উত্তর সব স্বৈরশাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে জাসদ অগ্রণী ভূমিকা পালন করেছে। শোষণমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে অকাতরে জীবন দিয়েছেন জাসদের নেতাকর্মীরা। কিন্তু কিছু আদর্শচ্যুত নেতা দলে তাদের কর্তৃত্ববাদী নেতৃত্ব নিরঙ্কুশ করার জন্য বারবার দল ভেঙেছে। বহুধা বিভক্ত জাসদ বর্তমানে তিন অংশে বিভক্ত হয়েছে; জাসদ (রব), জাসদ (আম্বিয়া-প্রধান), জাসদ (ইনু-শিরিন)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে ক্ষমতালোভী ইনু ও শিরিন আখতার-সিদ্দিক মাস্টার, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, তাহের, ডা. মিলন, ছাত্রনেতা শাহজাহান সিরাজসহ হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে বেইমানি করে ১৫ বছরের অবৈধ ফ্যাসিস্ট, হাসিনা সরকারের নির্লজ্জ দালালি করে প্রচুর অর্থ, বিত্ত ও সম্পদের মালিক হয়েছে।

এদিকে সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা ও চুরির অভিযোগ করেছেন দলের ইনু অনুসারীরা। শনিবার হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক দলটির পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় কার্যালয় দখলের অভিযোগ করা হয়। দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী হারুন অর রশীদ সুমন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ তোলা হয়।

(ঢাকাটাইমস/১০আগস্ট/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মানুষ হত্যা ও লাশ পোড়ানোয় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই: গোলাম পরওয়ার

ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশি নাগরিক হত্যা করছে: ডা. ইরান

মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে ভাবছে রাজনৈতিক দলগুলো: আমীর খসরু

পূর্বাচলে হাসিনা-রেহানা পরিবারের ১০ কাঠার ৬ প্লট, বরাদ্দ বাতিলের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না ফেরা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেবে জামায়াত

চাঁদাবাজ-দখলদারদের ধরিয়ে দেওয়ার আহ্বান বিএনপিনেতা নীরবের

রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় খালেদা জিয়ার পক্ষে সময় মঞ্জুর

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সবসময় ‘প্রভুত্ব রাজনীতি’ করছে: মির্জা ফখরুল 

ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে যে হুঁশিয়ারি দিলেন ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :