শেখ হাসিনার পদত্যাগের বিবৃতি বানোয়াট: সজীব ওয়াজেদ জয়

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৪:৫১ | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১২:০১

রবিবার ভারতের গণমাধ্যম দ্য প্রিন্ট ‘শেখ হাসিনার বার্তার’ বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন বাংলাদেশেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। বার্তায় শেখ হাসিনা বলেছেন, “আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়।”

এসব প্রতিবেদনে উল্লেখ করা বিবৃতির তথ্য মিথ্যা বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

রবিবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ কথা বলেন।

সজীব ওয়াজেদ বলেছেন, “সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত আমার মায়ের পদত্যাগের বিবৃতি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি নিশ্চিত হয়েছি যে তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বিবৃতি দেননি।”

উল্লেখ্য, রবিবার দ্য প্রিন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দিতাম।’

শেখ হাসিনা বলেছেন, “আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। তারা তোমাদের (ছাত্রদের) লাশের ওপর ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা করতে দেইনি। আমি ক্ষমতা ছেড়ে এসেছি।”- এমন বক্তব্যও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

দ্য প্রিন্ট বলছে, আগামী সপ্তাহেই ভারত থেকে (শেখ হাসিনা) একটি ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

একই খবর ইকোনমিক টাইমস, এনডিটিভিসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সভাপতির ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুন ও হামলা দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ: মির্জা ফখরুল

গোপালগঞ্জে আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, সাংবাদিকসহ আহত ৫০

শেখ পরিবারের বিরুদ্ধে যে বলতে গেছে তাকে নিরুদ্দেশ করে দিয়েছে: রিজভী

গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে: রব

অসীম আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না: আমিনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে জনকল্যাণে কাজ করতে হবে: জামায়াত সেক্রেটারি

ভারতের নীলনকশায় দেশের পোশাকশিল্পে অস্থিরতা: রাশেদ প্রধান

যারা দেশকে পুনরায় ফ্যাসিস্ট কাঠামোয় নিতে চায় তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে: সাকি

প্রতিনিধি সম্মেলনে দল গোছানোর তাগিদ এবি পার্টি নেতাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :