ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাড়ছে যান চলাচল

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৩:৩৯| আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৪:১৮
অ- অ+
ফাইল ছবি

টানা এক সপ্তাহ পর পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার দিকে দূরপাল্লার পরিবহনসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে। এছাড়াও দক্ষিণাঞ্চলগামী যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।

সোমবার সকালে পদ্মা সেতুর মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন স্থান ঘুরে এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের শিবচরের বিভিন্ন বাস স্টপেজে ঢাকাগামী যাত্রীদের বেশ ভিড় রয়েছে। সড়কে ভাঙ্গা-ঢাকা স্থানীয় পরিবহনগুলো স্বাভাবিকভাবে চলছে। দূরপাল্লার পরিবহনও চলতে দেখা গেছে।

এদিকে যাত্রীরা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে যানবাহন চলাচল প্রায় বন্ধই ছিল। তাছাড়া জরুরি প্রয়োজন ছাড়া যাত্রীদের বেশির ভাগই ঢাকার দিকে যাত্রা করেনি। সড়কে যানবাহন ছিল খুবই কম। স্থানীয় যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যাত্রীবাহী এবং পণ্যবাহী কোনো যানবাহন তেমন একটা সড়কে দেখা যায়নি। তবে ভোর থেকেই পরিবর্তন দেখা যাচ্ছে। যাত্রীদের সংখ্যাও বেড়েছে।

ঢাকাগামী যাত্রী মো. আশরাফুল বলেন, 'সকালে পাঁচ্চর বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় রয়েছে। গাড়িও চলছে। কোনো সমস্যা হচ্ছে না। তবে এখনো আগের মতো ব্যস্ততা বাড়েনি। আশা করা যায় দ্রুতই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে।'

এক্সপ্রেসওয়ে সংলগ্ন শিবচরের সূর্যনগর বাজারের মাছ ব্যবসায়ী মো. লাবু বলেন, 'আজ মাছের বাজার একটু চড়া। রাতে পরিবহন খুব একটা না চলাচল করায় দূর থেকে মাছ আনা সম্ভব হয়নি। নাটোর, রাজশাহী, খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন এলাকা থেকে এখানে মাছ আসে। তবে ভোরের দিকে মাছ এলেও চাহিদার তুলনায় কম। দু-একদিনের মধ্যেই আবার আগের মতো স্বাভাবিক হবে বলে আশা করা যায়।'

একাধিক বাস চালক জানান, গাড়ি চললেও যাত্রীদের সংখ্যা এখনো কম। শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে যাত্রীদের দেখা মিলছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, 'মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। পদ্মা সেতুতে স্বাভাবিকভাবেই যানবাহন পারাপার হচ্ছে। যাত্রীদের সংখ্যাও সড়কে বেড়েছে।'

(ঢাকা টাইমস/১২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় ঝড়ো হাওয়ায় বটগাছ ভেঙে নারীর মৃত্যু
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
২০০ বছরেও খোলা হয়নি রহস্যময় সিন্ধুকের কপাট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা