ভারতীয় গণমাধ্যমে নেতিবাচক প্রচারণার ‘কাউন্টার প্রোপাগান্ডা’ চান পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৮:১০

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের মধ্যে হিন্দুদের ওপর কথিত হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যম বাড়াবাড়ি রকমের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। দেশটির প্রায়সব মিডিয়া একযোগে এই ইস্যুতে একের পর এক খবর দিচ্ছে, পরে যেসব খবর মিথ্যা বলেই প্রমাণ হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমে এমন সব নেতিবাচক প্রচারণার বিষয়ে বাংলাদেশ থেকেও ‘কাউন্টার প্রোপাগান্ডা’ চালানো অর্থাৎ ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণার উপর‌্যুক্ত জবাব দিতে দেশের গণমাধ্যমগুলোর ভূমিকা চান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

অন্তবর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘যে ইস্যুসগুলো এসেছে, প্রোপাগান্ডাগুলো এসেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে। গণমাধ্যম কর্মীদের এবিষয়ে মিডিয়াতে প্রচার করতে হবে।’

‘তারা (ভারতীয় মিডিয়া) গ্রাউন্ডে না থেকে একটা পজিশন নিয়েছে। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেয়া হয়েছে’—যোগ করেন তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সোমবার প্রায় অর্ধশতাধিক কূটনীতিক সাক্ষাৎ করেন। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

এসময় তিনি বলেন, ‘দেশে কোনো ধরনের সহিংসতা, মানুষের ক্ষতি করা, আগুন দেওয়া, অত্যাচার করা কোনোভাবে টলারেট (সহ্য) করা হবে না। প্রত্যেকটা ক্ষেত্রেই তদন্ত করা হবে।’ ‘অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কেউ যাতে ছাড় না পায়। রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের কারণে কাউকে কোনোভাবেই অত্যাচার করা যাবে না। কেউ অপরাধ করলে আইন সেটা দেখবে।’

কূটনীতিকরা আগামী নির্বাচন নিয়ে জানতে চেয়েছে কি না প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘না, তারা কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন করেননি।’

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে তিনি বলেন, ‘যারা পরিবর্তন এনেছে, এতগুলো জীবন দিয়েছে সেটা পূর্বের অবস্থায় যাওয়ার জন্য নয়। তাই কিছু রিফর্মের প্রয়োজন হবে। ঠিক যেটুকু সময় থাকা দরকার সেটুকু সময়ই আমরা থাকব। এর বেশিও না, কমও না।’

ইউরোপ, আমেরিকা, চীন, জাপান এবং ভারতের সঙ্গে বেশ কিছু ডায়লগ হওয়ার কথা ছিল। বর্তমান প্রেক্ষাপটে সেসব হবে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘বিভিন্ন চুক্তিসহ আন্তর্জাতিক পর্যায়ে এবং বাইলেটারাল ক্ষেত্রে যেসব কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেগুলো রক্ষা করতে হবে।’

তার সঙ্গে সাক্ষাৎ করা কূটনীতিকদের বাংলাদেশের বর্তমান মানবাধিকারের বিষয়ে নিশ্চিত করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

যৌথ অভিযান: দশ দিনে ১৪৪টি অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

আমিরাত থেকে ফিরলেন আরও ২৬ জন, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

শীতল সম্পর্কের মধ্যে ড. ইউনূসের বলিষ্ঠ বক্তব্যে বিস্মিত ভারত

সম্পর্ক জোরদারে শনিবার ঢাকায় আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সীমান্তে বৈঠক: বিজিবির কড়া প্রতিবাদে গুলি না করার প্রতিশ্রুতি বিএসএফের

সাংবাদিকদের বেতন কাঠামোসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মপরিকল্পনা

জনগণের টাকা ফেরাতে বেসরকারি ব্যাংকের জন্য রোডম্যাপ হবে: রিজওয়ানা হাসান

উত্তম ব্যবহার ও যথাযথ আইন প্রয়োগে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার নির্দেশ ডিএমপি কমিশনারের

এই বিভাগের সব খবর

শিরোনাম :